Cart (0)
Sub Total: Tk 0
Blog
প্রেসক্রিপশন পড়ে দেবে Google! POSTED ON December 26, 2022

প্রেসক্রিপশন পড়ে দেবে Google!

রোগীদের জন্য প্রেসক্রিপশন লিখতে গিয়ে ডাক্তাররা বেশিরভাগ ক্ষেত্রেই করেন তাড়াহুড়ো! ফলে তাদের লেখা হয় ওঠে দুর্বোধ্য!

এবার ওইসব ‘দুর্বোধ্য লেখা’ অনুবাদের চেষ্টায় নেমেছে Google। TechCrunch'র প্রতিবেদন অনুযায়ী, ফিচারটির আত্মপ্রকাশ ঘটবে গুগল লেন্সে। এর মাধ্যমে প্রেসক্রিপশনের ছবি তোলার পাশাপাশি ফটো লাইব্রেরি থেকেও ছবি আপলোডের সুযোগ পাবেন ব্যবহারকারী। ছবিটি প্রসেস করার পর প্রেসক্রিপশনে উল্লেখ করা বিভিন্ন ঔষধের নাম শনাক্ত করবে অ্যাপটি। এর একটি নমুনাও দেখিয়েছেন এক গুগল নির্বাহী।   নতুন ফিচারটি কবে নাগাদ সবার জন্য উন্মোচনের পরিকল্পনা রয়েছে, তা নিয়ে কিছু বলেনি এই প্রযুক্তি জায়ান্ট। Source: techcrunch.com

Share This!
Comments

No Comments

Leave a comment