আপনার ল্যাপটপ কিংবা পিসি সেটআপের জন্য মাদারবোর্ড অন্যতম গুরুত্বপূর্ণ এক অনুষঙ্গ। এই মাদারবোর্ড কেন Fail করে? যে যে কারণে এই failure ঘটতে পারে- সে সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক।
মাদারবোর্ড Fail করার কারণসমূহ
১) পিসি ও ল্যাপটপে পাওয়ার কানেকশন স্বাভাবিক না থাকলে অর্থাৎ ত্রুটিযুক্ত কানেকশনের কারনে বৈদ্যুতিক ওঠানামার কারণে মাদারবোর্ড Fail করতে পারে
২) প্রসেসর ফ্যান কোন কারণে অকেজো হয়ে গেলে বা কানেকশনে সমস্যা হলে মাদারবোর্ড অতিরিক্ত গরম হয়ে যায়; ফলে মাদারবোর্ডের ক্ষতিগ্রস্থ হয়
৩) ধুলোবালি একইভাবে কুলিং সিস্টেম ক্ষতিগ্রস্থ করে, ফলে মাদারবোর্ড ক্ষতিগ্রস্থ হয়
৪) সিগারেটের ধোঁয়া, এরোসল কিংবা পারফিউম জাতীয় পদার্থ একধরনের আঠালো অবশেষ রেখে যায় যা ধুলোবালি জমাতে সাহায্য করে। ফলে এই জিনিসগুলো থেকেও আপনার পিসি কিংবা ল্যাপটপকে দূরে রাখুন।
৫) ডিভাইসে তরল জাতীয় পদার্থ পড়লে সবচেয়ে দ্রুত ক্ষতিগ্রস্থ হয় মাদারবোর্ড
৬) Manufacturer Design Defects থাকলে কিংবা Unadjustable পার্টস ব্যবহার করলে তা পিসি তথা মাদারবোর্ডের ক্ষতিসাধন করে
৭) প্রতিটি ডিভাইসের একটি স্বাভাবিক লাইফ টাইম থাকে। মাদারবোর্ডের ক্ষেত্রেও তাই। একটি ইলেকট্রিক সার্কিট হওয়ায় একটি নির্দিষ্ট life span এর পর মাদারবোর্ড আর কাজ করবে না।
No Comments
Leave a comment