আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশন বাজারে আনলো ১৪ প্রজন্মের প্রসেসর। গত ১৭ অক্টোবর থেকে এই প্রজন্মের প্রসেসর বাজারে ছেড়েছে ইন্টেল।
কোর আই ৫, কোর আই ৭ ও কোর আই ৯ সিরিজের মোট ৬টি ১৪ প্রজন্মের প্রসেসর বাজারে এনেছে ইন্টেল। উন্মোচনের দিন থেকেই বাংলাদেশের বিভিন্ন বড় বড় কম্পিউটার ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠানে পাওয়া যাচ্ছে এসব ডেক্সটপ প্রসেসর। দেশের নাম্বার ওয়ান রিটেইল সেলার রায়ান্সেও পাওয়া যাচ্ছে এই প্রসেসর।
নতুন প্রযুক্তির এই প্রসেসর নিয়ে ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার রজার চ্যান্ডলার বলেন, “হাইব্রিড আর্কিটেকচার আসার পর থেকে ইন্টেল ধারাবাহিকভাবে ডেস্কটপ পারফরম্যান্সের জন্য কোর বানাচ্ছে। আমরা ইন্টেল কোর ১৪ প্রজন্মের প্রসেসরগুলোর মাধ্যমে আবারও দেখাচ্ছি যে, কেন আগ্রহীরা আজ সেরা ডেস্কটপ অভিজ্ঞতার জন্য ইন্টেলের দিকে ঝুঁকছেন।”
বিশ্বের দ্রুততম ডেস্কটপ ফ্রিকোয়েন্সি:
নতুন রিলিজ হওয়া ইন্টেল কোর i9-14900K এর 14th Gen ডেস্কটপ প্রসেসরটি বিস্ময়করভাবে 6GHz গতির ফ্রিকোয়েন্সি তৈরি করতে সমর্থ- যা বিশ্বের দ্রুততম ডেস্কটপ ফ্রিকোয়েন্সি। দারুন পাওয়ারফুল এই প্রসেসর ব্যবহারকারীদের দুর্দান্ত কম্পিউটিং অভিজ্ঞতা প্রদান করে। হাই এন্ডের গেমিং, হাই-ডেফিনিশন ভিডিও রেন্ডার ও ক্রিটিক্যাল প্রফেশনাল টাস্কগুলো খুবই সহজে সম্পন্ন করা যায় এই প্রসেসরে।
যুগোপযোগী কানেক্টিভিটি সিস্টেম এবং প্রাইসিং:
এই 14th-gen প্রসেসরটি Thunderbolt 5 দ্বারা সমর্থিত, যা 80Gbps পর্যন্ত ডেটা ট্রান্সফার স্পিড তুলতে পারে৷ এছাড়া ইন্টেল কোর i9-14900K ওয়াইফাই 7 প্রযুক্তি সমর্থন করে। এই প্রযুক্তি কম্পিউটিং অভিজ্ঞতায় সবচেয়ে দ্রুত ওয়্যারলেস সংযোগ নিশ্চিত করে।
লক্ষণীয় যে 14th-Gen 14900K এর লঞ্চিং মূল্য বিশ্বব্যাপী সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে। অধিকতর সুবিধা দেওয়া স্বত্ত্বেও এটি আগের 13th-Gen 13900K-এর মতো একই দামে প্রকাশ করা হয়েছে।
Intel Core i9-14900K vs i9-13900K
কোর i9-14900K এবং 13900K বেশিরভাগ দিক থেকে মূলত একই। বেশ কয়েকটি পর্যালোচনা শেষে দেখা গেছে ১৪ প্রজন্মের কোর i9 সিরিজে আসলে তেমন নতুন কিছু নেই, এবং ইন্টেল এটিকে "এস" সংস্করণ বা "i9-13950" বলতে পারে। এটি একই CPU ডাই, আর্কিটেকচার এবং ফিজিক্যালিও একই CPU; একমাত্র পার্থক্য বলতে গেলে এর clock speeds.
কোর i9-14900K থার্মাল ভ্যালোসিটি বুস্টের মাধ্যমে 6.0GHz পর্যন্ত পৌঁছাতে পারে, যা অল-কোর 6GHz বুস্টও নয়। কিছু কোর শুধুমাত্র 5.7GHz এ চলতে পারে। এদিকে, Core i9-13900K-এর রেটেড TVB মাত্র 5.8GHz। এদেরও একই বেস এবং max power 125W থেকে 253W।
উল্লেখ্য i9-13900KS মডেলটির সাথে i9-14900K এর একমাত্র পার্থক্যটি পাওয়া গেছে এর পাওয়ার জেনারেট করার দিকে। i9-13900KS মডেলটি একটু বেশি পাওয়ার জেনারেট করে i9-14900K এর তুলনায়।
Intel Core i7-14700K vs i7-13700K
মজার বিষয় হল, ইন্টেল তাদের কোর i7-13700K-এ আরও দুটি ই-কোর যোগ করার পর Core i7-14700K-এর এই রিফ্রেশ/পুনঃনামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। ১৪ জেনারেশন লাইনআপের সিপিইউগুলির মধ্যে, শুধুমাত্র i7-14700K - ই নতুন কিছু অফার করেছে। নতুন চারটি ই-কোর ছাড়াও, clock speed বেড়ে পি-কোরগুলির জন্য 200MHz এবং ই-কোরগুলির জন্য 100MHz হয়েছে৷
পারফরম্যান্সের কথা আসলে কোর i7-14700K এর অতিরিক্ত ই-কোর থাকায় মাল্টি-থ্রেডেড ওয়ার্কলোডে এটি আপনাকে কিছুটা বেশি অফার করে। অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করে, এটি আপনাকে প্রায় 10% ভালো পারফর্মেন্স দিয়ে থাকে। গেমিংয়ের কথা আসলে অবশ্য উন্নতিটা অতটা দৃশ্যমান হয় না। এক্ষেত্রে i7-14700K এর প্রতিপক্ষ i7-13700K থেকে প্রায় ২-৩% বেটার পারফর্মেন্স অফার করে।
সবশেষে, Core i5-14600K এর predecessor এর তুলনায় সবচেয়ে কম প্রোডাক্টিভিটি নিয়ে এসেছে। 14600K এর "পূর্বসূরীর" চেয়ে প্রায় ০১-০২% দ্রুত কর্মক্ষমতা দেখাতে সক্ষম। দেখে মনে হচ্ছে উভয়ই ভিন্ন নামের একই সিপিইউ।
১৪ প্রজন্মের জন্য উপযুক্ত মাদারবোর্ড
বর্তমান Z690 এবং Z790 মাদারবোর্ডগুলো কি ১৪ প্রজন্মের CPU গুলোকে সমর্থন করবে? হ্যাঁ, নতুন 14th-gen Intel Core CPUs বিদ্যমান Z790 এবং Z690 মাদারবোর্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। যদিও, এক্ষেত্রে ১৪ প্রজন্মের CPU-গুলোর সাপোর্ট পেতে আপনাকে BIOS আপডেট করতে হতে পারে।
এছাড়াও, মাদারবোর্ড নির্মাতারা ১৪ প্রজন্মের সিপিইউ সাথে একসাথেই নতুন Z790 মাদারবোর্ড প্রকাশ করেছে। বেশিরভাগ ক্ষেত্রে, এগুলো আগের Z790 মাদারবোর্ডের মতো। এই নতুন Z790 মাদারবোর্ডগুলো নান্দনিকতার বিচারে বেশ ভালো। অর্থাৎ দেখতে ভালো দেখায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এদের বেশিরভাগই নতুন Wi-Fi 7 ওয়্যারলেস সংযোগের সাথে এসেছে।
১৪ প্রজন্মের প্রসেসরের জন্য রিকমেন্ডেড মাদারবোর্ডসমূহঃ
Asus Z790 Motherboards with Wi-Fi 7
ROG Maximus Z790 Formula
ROG Maximus Z790 Apex Encore
ROG Maximus Z790 Dark Hero
ROG Strix Z790-E Gaming WiFi II
ROG Strix Z790-F Gaming WiFi II
ROG Strix Z790-A Gaming WiFi II
Gigabyte Z790 Motherboards with Wi-Fi 7
Z790 Aorus Xtreme X
Z790 Aorus Master X
Z790 Aorus Pro X
Z790 Aorus Elite X WiFi7
MSI Z790 Motherboards with Wi-Fi 7
MEG Z790 Godlike Max
MEG Z790 ACE Max
MPG Z790 Carbon Max WiFi 7
MPG Z790 EDGE TI Max WiFi 7 (Amazon)
MAG Z790 Tomahawk Max WiFi 7 (Amazon)
PRO Z790-A Max WiFi 7 (Amazon)
No Comments
Leave a comment