মাইক্রোসফট গত ৫ এপ্রিল, ২০২২-এ আয়োজন করে Windows 11 Event, যেখানে "the future of hybrid work" শীর্ষক তাদের বেশকিছু নতুন পরিকল্পনা উন্মোচন করা হয়। সত্য নাদেলা (Microsoft CEO) ও পানোস পানে (Windows and Devices চিফ প্রোডাক্ট অফিসার) এই ইভেন্টে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। কীভাবে মহামারী পরবর্তী বিশ্বে কাজ করা সহজ হবে এবং কীভাবে অপারেটিং সিস্টেম "ক্লায়েন্ট থেকে ক্লাউডের দিকে ব্যবসাকে এগিয়ে নিয়ে যায়" - এই বিষয়গুলো নিয়ে বক্তরা উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অফিসিয়াল এই ইভেন্ট থেকে স্পষ্ট হয় যে মাইক্রোসফট ব্যবসায়িক গ্রাহকদের উপর খুব বেশি ফোকাস করবে সামনের সময়গুলোতে। সাথে সাথে নিয়মিত গ্রাহকরা Windows 11 এবং অন্যান্য Microsoft পণ্যগুলোর জন্য নতুন নতুন আপডেট দেখতে পাবে। উৎপাদনশীলতা, সহযোগিতা, ব্যবস্থাপনা এবং নিরাপত্তার জন্য নতুন উইন্ডোজ টুল ডেমো করার পরিকল্পনা কথাও উঠে আসে এই আয়োজনে।
এই ইভেন্টে Windows 11 নতুন ফিচারগুলো সম্পর্কেও জানানো হয়। নতুন এই ফিচারগুলো হলোঃ
১) Windows Start Menu তে রাখা হয়েছে Folders
২) Tabs থাকছে File Explorer-এ (Multiple tab in a single window)
৩) নতুন ফিচার এসেছে Video Meeting এর কোয়ালিটি বাড়াতে
৪) Remote ওয়ার্কারদের ম্যানেজ করতে Microsoft চালু করেছে Remote Help সার্ভিস
৫) নতুন Windows 365 ফিচার- Windows 365 Boot, Windows 365 App, Windows 365 Switch এবং Windows 365 Offline
আমাদের মাইক্রোসফটের Laptop দেখতে CLICK HERE
No Comments
Leave a comment