কি-বোর্ড ছাড়াই করতে পারবেন টাইপিং! এখন কি-বোর্ড ছাড়াই আপনি আপনার পিসিতে টাইপ করতে পারবেন। এমন আশ্চর্য উদ্ভাবনই করেছে কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটিং অধ্যাপক জো সুং-হো ও তাঁর গবেষণা দল। এ গবেষণায় দেখা যায় গবেষকরা হাতের ওপর বৈদ্যুতিকভাবে সংবেদনশীল তরল স্প্রে করেন। স্প্রে করার পর স্বয়ংক্রিয়ভাবে হাতে nanomesh print হয়, যা হাতের পেছন পর্যন্ত প্রসারিত হয়। হাত নাড়ানোর ফলে mesh সংকুচিত বা প্রসারিত হয় এবং এটি বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করে। একটি bluetooth মডিউলের মাধ্যমে এ সিগন্যাল রিসিভ করা হয়। এটি forearm'র শেষ দিকে mesh এর সঙ্গে যুক্ত থাকে। সেখানে যে তথ্য সংরক্ষিত হয় তা এরপর কম্পিউটারে তরঙ্গের মাধ্যমে পাঠানো হয়। এক বিবৃতিতে অধ্যাপক জো ও কো জানান, নতুন গবেষণাটির মাধ্যমে প্রথমবারের মতো বৈদ্যুতিক স্ক্রিন ও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। এ প্রযুক্তির হার্ডওয়্যার ও সফটওয়্যার ভবিষ্যতে Metaverse, Augmented & Virtual reality, Remote Treatment এবং Robot Engineering এর উন্নয়নে সহায়তা করবে। Source: www.koreaherald.com
No Comments
Leave a comment