এক্স-এর (সাবেক টুইটার) প্রকাশ করা Premium+ Price Adjustment শিরোনামের ওয়েব পেইজের ঘোষণা অনুসারে Premium+ সাবস্ক্রিপশনের জন্য যুক্তরাষ্ট্রের জন্য বেড়ে ২২ ডলার করা হয়েছে। এতে প্রায় ৪০% মূল্য বৃদ্ধি হয়েছে। বাৎসরিক হিসেবে ১৬৮ থেকে বেড়ে ২২৯ ডলার হয়েছে।
ওয়েব পেইজে প্রকাশিত তথ্য অনুসারে বাংলাদেশের জন্য Premium+ সাবস্ক্রিপশনের দাম পড়বে মাসিক ২৬০০ টাকা এবং বাৎসরিক হিসেবে ২৭০০০ টাকা।
ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এই ঘোষণা কার্যকর করা হয়েছে ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে। ফলে এই তারিখের পর থেকে যারা নতুনভাবে সাবস্ক্রিপশন কিনবেন তাদের জন্য এই মূল্য প্রযোজ্য হবে। প্রকাশিত ঘোষণায় জানা যায় যে পুরনো সাবস্ক্রাইবরাদের এই তারিখের আগের প্রাপ্ত সেবার জন্য কোন বাড়তি খরচ দিতে হবে না। তবে তাঁরা একটি নোটিফিকেশন পাবেন এবং আগাম ২০ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে তাঁদেরকে নতুন নিয়মে বর্ধিত পেমেন্ট দিতে হবে।
এক্স-এর এই মূল্যবৃদ্ধি দেশভেদে বিভিন্ন রকমের হচ্ছে। কোন কোন দেশে মূল্য বৃদ্ধির হার বেশি, যেমন নাইজেরিয়ায় ৫ ডলার থেকে ২২ ডলার করা হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ায় ২৬ ডলার থেকে ৩৫ ডলার করা হয়েছে।এখানে উল্লেখ্য যে এই চার্জ কেবল এক্স ওয়েবসাইট থেকে সরাসরি সাবস্ক্রিপশন কিনলে সে ক্ষেত্রে প্রযোজ্য। মোবাইল ডিভাইস থেকে সাইন আপ করলে এক্স আরও কিছু বাড়তি চার্জ আরোপ করে। এপল-এর এপ স্টোরের মতো থার্ড-পার্টি মার্কেট প্লেস থেকে সাবস্ক্রিপশন কিনলে বাড়তি খরচ দিতে হবে।
ইলন মাস্ক ২০২২ সালের ১৪ এপ্রিল তৎকালীন টুইটার অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেন এবং সেই প্রক্রিয়া সম্পন্ন হয় ২৭ অক্টোবর ২০২২ তারিখে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমটি কিনে নেওয়ার পর থেকেই নানান বিতর্ক সৃষ্টি হচ্ছে। প্রথমত তিনি প্ল্যাটফর্মটির নামই পরিবর্তন করে ফেলেন এবং এটি X নামে পরিচালিত হতে থাকে। পরবর্তীতে তিনি নানান ফি আরোপ করার মাধ্যমে সমালোচিত হন।
No Comments
Leave a comment