অনেকেই আছেন যারা নিজের android phone কে পিসির সাথে সংযুক্ত করতে চাচ্ছেন কাজের সুবিধার কথা চিন্তা করে। চলুন এই বিষয়েই আমরা জেনে নেই যে আপনার Android phone এর সাথে Windows 10 পিসি যেভাবে লিংক করবেন।
১। আপনার windows 10 pc এবং Android ফোনে ‘Link to windows’ এ্যাপটি চালু করুন। (ডাউনলোড করা না থাকলে যথাক্রমে মাইক্রোসফট স্টোর ও গুগল প্লে স্টোর থেকে এ্যাপটি নামিয়ে নিন)
২। আপনার android phone এ এ্যাপটি চালু করে ‘link your phone and pc’ ট্যাপ করুন এবং PC তে ‘Get Started’ বাটন ক্লিক করুন।
৩। PC তে পরের স্ক্রিনে “ I have the link to windows app already” সিলেক্ট করে “Pair with QR Code” ক্লিক করুন।
৪। এরপর Android Phone থেকে continue ট্যাপ করে কিছু পারমিশন গ্র্যান্ট করতে হবে।
এখন আপনার ফোনের কল, এসএমএস এর নোটিফিকেশন থেকে শুরু করে ছবি, ভিডিও ইত্যাদি আপনি আপনার কম্পিউটার থেকেই একসেস করতে পারবেন।
No Comments
Leave a comment