DSLR এর পূর্ণরূপ হলো Digital single lens reflex ক্যামেরা, যার লেন্সের মধ্য দিয়ে সর্বোচ্চ আলো প্রবেশের মাধ্যমে আপনি যা দেখছেন ঠিক একই রকম ছবি পাওয়া যায়। DSLR ক্যামেরার ছবি অত্যন্ত স্পষ্ট এবং চমৎকার রঙ বিশিষ্ট। এদের মধ্যে Full Frame DSLR Camera গুলো কিছু বাড়তি সুবিধা দিয়ে থাকে। চলুন জেনে নেই কি কি সুবিধা দিচ্ছে এই Full Frame DSLR Camera.
Dynamic Range
Full-Frame DSLR ক্যামেরা Highest Dynamic Range নিশ্চিত করে। যার ফলে Highest Range এর ছবি তোলা যায়।
Low Light Performance
High ISO সুবিধা থাকার কারনে অল্প আলোতেও কম Noise এ অধিক Detail ছবি পাওয়া যায়। Astrophotography-এর ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য।
Shallow Depth of Field
Aperture বেশি হওয়ায় Blurred Bokeh Effect সম্পন্ন সুন্দর ছবি তোলা যায়। Portraiture, food photography এর জন্য বিশেষভাবে প্রযোজ্য।
Detail and Resolution
Detail High Resolution ছবি তোলা যায়, যার ফলে প্রিন্ট আউটপুট ভালো হয়। কমার্শিয়াল ফটোগ্রাফারদের জন্য যা অত্যন্ত প্রয়োজনীয়।
Wider Field of View
Crop factor না থাকায়, Full Frame Sensor DSLR ক্যামেরায় তোলা ছবিতে Wide Field of View পাওয়া যায়। Landscape, Architectural ফটোগ্রাফির জন্য ভালো।
No Comments
Leave a comment