একটি Screw খুলেই মেরামত করা যাবে লুনা!
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল নিয়ে আসছে নতুন ল্যাপটপ কনসেপ্ট লুনা। একটি screw খুলেই এই নকশার ল্যাপটপের কি-বোর্ড, পর্দা,
ফ্যান, ব্যাটারি, মাদারবোর্ড এবং স্পিকারগুলো মেরামত করা যাবে।
ল্যাপটপে ব্যবহার করা টেলিমেট্রি প্রযুক্তির বিষয়ে ডেল কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত ভিন্ন ভিন্ন ধাপে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হওয়ার সমস্যা দ্রুত শনাক্তের কাজ করবে এ প্রযুক্তি।
কনসেপ্ট লুনা ল্যাপটপের বিষয়ে বিস্তারিত জানাতে রোবটের মাধ্যমে এক মিনিটে ল্যাপটপটির পুরো যন্ত্রাংশ খুলে আলাদা করে দেখিয়েছে ডেল।
ভিডিওতে দেখা গেছে, ল্যাপটপের পর্দার নিচে একটি পিন প্রবেশ করালেই পুরো পর্দা মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
Source: www.cnet.com

Leave a comment