Inkjet Printer নাকি Laser Printer কিনতে চান ? সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নিন কোন প্রিন্টার কিসের জন্য ভালো। আশা করি এই তুলনামূলক লেখাটি পড়লে আপনার অনেক উপকারে আসবে এবং আপনি একটি সঠিক প্রিন্টার বাছতে পারবেন।
Inkjet Printer এর বৈশিষ্ট্যসমূহ -
১) এতে Ink Cartridges ব্যবহৃত হয়
২) বাসাবাড়িতে বেশি ব্যবহার হয়
৩) Low Volume Printing এর জন্য ভালো
৪) বিভিন্ন টাইপের পেপারে ব্যবহার করা যায়
৫) Ink Cartridges দিয়ে খুব বেশি প্রিন্ট করা যায় না, Cartridges বারবার বদলাতে হয়
৬) Photos প্রিন্ট করা যায়
Laser Printer এর বৈশিষ্ট্যসমূহ -
১) এতে Toner Cartridges ব্যবহৃত হয়
২) ক্ষুদ্র কিংবা মাঝারি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ব্যবহারের জন্য ভালো
৩) High Volume Printing এর জন্য ভালো
৪) Printing texts এবং color office documents এর জন্য ভালো
৫) Ink থেকে toner বেশি স্থায়ী হয়
৬) Color laser printers দিয়ে photos প্রিন্ট করা যায় না
No Comments
Leave a comment