Cart (0)
Sub Total: Tk 0
Blog
কাতার বিশ্বকাপ ফুটবলে ব্যবহৃত প্রযুক্তি POSTED ON November 28, 2022 by Arup Ratan Paul

কাতার বিশ্বকাপ ফুটবলে ব্যবহৃত প্রযুক্তি

দারুন সব প্রযুক্তি ব্যবহার হচ্ছে এবারের কাতার বিশ্বকাপ ফুটবলে। ফিফা দাবি করছে প্রযুক্তির এই ব্যবহার সামগ্রিকভাবে খেলোয়াড়, দলের ম্যানেজার ও আয়োজকদের থেকে দর্শক ও ভক্তরা সবাই নানাবিধ সুফল পাবেন। আমাদের আজকের এই ব্লগে আমরা এই প্রযুক্তিগুলো সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করবো। 

ওয়ার্ল্ড কাপে ব্যবহৃত হচ্ছে স্মার্ট ফুটবল Al Rihla by Adidas!!   

*ম্যাচে ব্যবহৃত ফুটবলগুলোতে থাকা built-in প্রযুক্তি VAR system এর সিদ্ধান্ত নিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে 

*ফুটবলগুলোর মাঝখানে  Suspension System তৈরি করা হয়েছে যা 500Hz inertial measurement unit (IMU) motion sensor দ্বারা stabilise করা 

*ব্যাটারি চালিত এই সিস্টেমে আরও থাকছে layer of touch, speed এবং velocity data পাওয়ার সুযোগ যা ভিডিও রেফারিকে দ্রুতসময়ের মধ্যে অফসাইড কলের সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে 

*Sensor টি প্রতি সেকেন্ডে ৫০০ বার ডেটা  video operation room এ পাঠাতে সক্ষম   

বিশ্বকাপে অফসাইড টেকনোলোজি যেভাবে কাজ করছে

এবারের বিশ্বকাপ ফুটবলে Video assistant referee বা VAR টিম  ৪২ টি ব্রডকাস্ট ক্যামেরা ব্যবহার করছে।  VAR এর কাজ পরিচালনা করার জন্য এবার semi-automated offside technology নামে আরেকটি নতুন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। যাকে VAR এর আরেকটি layer হিসেবে চিহ্নিত করা হয়েছে।  

*নতুন এই প্রযুক্তিতে ১২টি ট্র্যাকিং ক্যামেরা স্টেডিয়ামের ছাদে লাগানো হয়েছে  

*প্রতি সেকেন্ডে ৫০ বার এই রেটে ক্যামেরাগুলো প্রত্যেকটি প্লেয়ারের শরীরের নড়াচড়াসহ ২৯টি ডেটা পয়েন্ট সংগ্রহ করে

*এইসব তথ্য একত্র করে artificial intelligence এর সহযোগিতায় নতুন এই প্রযুক্তি video match officials এর কাছে automated offside alert পাঠিয়ে দেয়  

উল্লেখ্য এর আগে 2021 Arab Cup এবং 2021 Club World Cup এ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে  

প্রতিবন্ধী ফুটবল ভক্তদের জন্য FIFA নিয়ে এসেছে Assistive technology! 

*FIFA কর্তৃপক্ষ এ কাজের জন্য Bonocle এবং Feelix Palm নামের দুটি প্লাটফর্মের সহায়তা নিচ্ছে 

*উল্লেখ্য Bonocle বিশ্বের প্রথম Braille entertainment platform যারা দৃষ্টি প্রতিবন্ধী ফুটবল ভক্তদের ব্রেইল প্রযুক্তিসহ সকল ধরণের Assistive technology এর মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট কনজিউম করার সুযোগ করে দেয় 

*অন্যদিকে Feelix Palm স্পর্শকাতর পাম কমিউনিকেটর হয়ে  electric impulse এর মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের কাছে ব্রেইলের মতো বার্তা প্রেরণ করতে কাজ করে 

বিশ্বকাপে স্টেডিয়াম ঠাণ্ডা রাখবে  Cooling Technology!! 

*নভেম্বর- ডিসেম্বরে অনুষ্ঠিত হলেও বিশ্বকাপের সময় কাতারে তাপমাত্রা থাকছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রাকে আরও সহনীয় (১৮-২৪ ডিগ্রি সেলসিয়াস) মাত্রায় নিয়ে আসতে স্টেডিয়ামগুলোতে ব্যবহার করা হচ্ছে Cooling Technology.

*এই প্রযুক্তির উদ্ভাবক Qatar University’s College of Engineering এর Saud Abdulaziz Abdul Ghani; যিনি Dr Cool নামে সমধিক পরিচিত 

*এই পুরো cooling system টি insulation এবং  “targeted cooling” এর সমন্বয় 

*এতে স্টেডিয়ামের চারপাশে রাখা সেন্সর তাপমাত্রাকে constant অবস্থায় রাখে এবং বসার আসনগুলোতে air flows নিয়ন্ত্রণ করে 

*এই air-circulation technique এ গরম বাতাস স্টেডিয়ামের cooling system শুষে নেয়। তারপর এই বাতাস পানি দ্বারা পরিষ্কার করা হয় এবং re-cooled ও filter হয়ে আবারও ছেড়ে দেওয়া হয়

বিশ্বকাপে FIFA নিয়ে এসেছে নতুন FIFA Player App! * প্রথমবারের মতো, ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়রা ফিফা প্লেয়ার অ্যাপে access পাবে * পেশাদার খেলোয়াড়দের ইনপুটের উপর ভিত্তি করে তৈরি এই অ্যাপটি প্রতিটি ম্যাচের পরপরই খেলোয়াড়দের মাঠের এবং পারফরম্যান্সের ডেটা সম্পর্কে একটি ধারণা দিবে * ফিফা প্লেয়ার অ্যাপটিতে Enhanced Data & Intelligence Metrics যোগ করা হয়েছে, যা ফিফা performance বিশ্লেষক এবং Tracking Data এর একটি টিম দ্বারা নিয়ন্ত্রিত * অ্যাপটি ব্যবহার করে একজন খেলোয়াড়কে বল গ্রহণের জন্য কতটুকু অবস্থান বদলাতে হয়েছে, প্রতিপক্ষের উপর তারা কতটুকু চাপ প্রয়োগ করছে এবং অবস্থান গ্রহণ করেছে ইত্যাদি আরও অনেক তথ্য জানা যাবে * এছাড়া অ্যাপটিতে স্টেডিয়াম ট্র্যাকিংয়ের মাধ্যমে সংগৃহীত Physical Performance Metrics রয়েছে

Share This!
Comments

No Comments

Leave a comment